টর ব্রাউজার ডাউনলোড করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হল টর প্রোজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট https://www.torproject.org/download থেকে ডাউনলোড করা। এই সাইটে ঢুকলে HTTPS ব্যবহারের মাধ্যমে আপনার সংযোগটির নিরাপত্তা রক্ষা করা হবে, যার মানে হচ্ছে সংযোগটিতে কারো পক্ষে কোনোরকম হস্তক্ষেপ করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে।

তবে কখনো কখনো টর প্রোজেক্টের ওয়েবসাইটে ঢোকা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে: যেমন, আপনার নেটওয়ার্কে সাইটটি ব্লক করা থাকতে পারে। এ অবস্থায় নিচের বিকল্প কোনো একটি পদ্ধতিতেও আপনি ডাউনলোড করতে পারবেন।

মিরর

If you're unable to download Tor Browser from the official Tor Project website, you can instead try downloading it from one of our official mirrors, either through EFF or La Cebolla.

গেটটর

গেটটর এমন একটি সেবা যা কোনো বার্তার জবাবে টর ব্রাউজারের সর্বশেষ সংস্করণের ফাইলের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেয়। এই ফাইলগুলো ড্রপবক্স, গুগোল ড্রাইভ ও গিটহাবের মত নানা জায়গায় হোস্ট করা থাকে।

ইমেইলের মাধ্যমে গেটটর ব্যবহারের উপায়

যে অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে চান কেবল সেটির নাম একটি ইমেইলের ভেতরে লিখুন: “windows”, “osx” বা “linux” (উদ্ধৃতি চিহ্ন ছাড়া)। তারপর ইমেইলটি gettor@torproject.org অ্যাড্রেসে পাঠিয়ে দিন। For example, to get links for downloading Tor Browser for Windows, send an email to gettor@torproject.org with the word "windows" in it.

জবাবে গেটটর থেকে একটি ইমেইলে কিছু লিঙ্ক আসবে। লিঙ্কগুলো থেকে আপনি টর ব্রাউজার প্যাকেজ, ক্রিপ্টোগ্রাফিক স্বাক্ষর (ডাউনলোড যাচাই করতে লাগবে), স্বাক্ষরটি তৈরি করতে যে কী ব্যবহার করা হয়েছে সেটির ফিঙ্গারপ্রিন্ট এবং প্যাকেজটির চেকসাম ডাউনলোড করতে পারবেন। “32-bit” বা “64-bit” সফটওয়্যার ডাউনলোড করার অপশন আসতে পারে: সেটি নির্ভর করবে আপনার কম্পিউটারের মডেলের ওপর।

ইমেইলের মাধ্যমে গেটটর ব্যবহারের উপায়

Send a message to @GetTor_Bot on Telegram.

  • Tap on 'Start' or write /start in the chat.

  • Select your language.

  • There are two options to download Tor Browser.

    • Tap on 'Send me Tor Browser' and choose your operating system. GetTor will respond with a downloadable Tor Browser file and the signature which can be used to verify the download.
    • Tap on 'Send me other mirrors for Tor Browser' to download from one of the official mirrors.

GetTor Bot